বাসে চড়ে, জাহাজে করে ভাসানচরে !
ধন্যবাদ রোহিঙ্গাদের ,
আমরা হাতিয়াবাসী ছিলাম অখ্যাত-অবহেলিত ।
ওরা আমাদের বানালো বিশ্ববিখ্যাত !
শত শত বছর আগে বৃটিশ সরকার কথিত অপরাধীদের দ্বীপান্তর করতো নিউজিল্যান্ডে ।
তারাই আজ দেশটাকে পৃথিবীর সর্বাপেক্ষা আকর্ষণীয় শো'কেসের মতো সাজিয়েছে !
আর পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্যে বাংলাদেশ সাজিয়ে "পিংক হাউজ"
মাত্র কয়েক যুগ আগে জেগে
উঠা ভাসান চর হাতিয়া এখন বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে।
কিন্তু অবহেলিত দূর্গম রুগ্ন হাতিয়ার হৃদয়ের দূষিত রক্তের চেম্বারের স্পন্দনে আজ আমাদের প্রাণ প্রিয় হাতিয়া লাইফ সাপোর্টে।
মনোরম পরিবেশ সবুজের সমারোহ হরিণের পদচারণ সব যেনো আজ ম্লান হয়ে গেছে।।
জরাজীর্ণ হাতিয়ার দূর্নীতি দৃশ্যমান হলেও সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।
সূর্যের আলোর মত প্রমাণিত হাতিয়াতে ৯৯% দূর্নীতি সব সেক্টরে,
ভাসানচর মেঘনার পলি জমে বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা হাতিয়া দ্বীপের চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত একটি দ্নীপ ।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাতকাল ৩ হাজার রোহিঙ্গা যাত্রা শুরু করেছে। যদিও রোহিঙ্গাদের না পাঠানোর আহবান যুক্তরাষ্ট্রভিক্তিক মানবাধিকার সংস্থা (এইচআরডব্লিউর)
মানবাধিকার সংস্থা যদি আমাদের মূল ভূখন্ডে দিকে তাকিয়ে কিছু বলতেন তাহলে দূর্নীতির শীর্ষে সাগর কন্যা হাতিয়া একটু রূপ লাবণ্য ফিরে পেতো।
বিঃদ্রঃ আমাদের হাতিয়ার
নেতৃত্বের অবস্থা
ঠিক যেনো,
মুরকার দেশে হেতিয়াল রাজা,😎😎
আর হুঙ্কার যেনো
হোন মরা কুত্তার আসমান ভরা ডাক😎😎
0 Comments