প্রেসবিজ্ঞপ্তি
তারিখঃ ১০/১২/২০২০ ইং
গতকাল ০৯-১২-২০২০ ইং তারিখ আনুমানিক রাত ১১ টার সময় পল্টন থেকে আমার বাসা বাড্ডা ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮ প্রাইভেটকারটি পিছন থেকে আমার নিয়মিত ব্যবহৃত মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো ল-৪৪-৯৮০৫) অনুসরণ করে হুইসেল বাজিয়ে তাড়া করে পরপর দুইবার উক্ত প্রাইভেটকারটি আমার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে,কিন্তু মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে গেলে তৃতীয়বারও একইভাবে উক্ত প্রাইভেটকারটি ধাক্কা দেওয়ায় চেষ্টা করলে আমার মোটরসাইকেলটি এড়িয়ে গেলে পাশে থাকা বাসকে স্বজোরে ধাক্কা দেয়।
ইতমধ্যে স্থানীয় জনসাধারণ, ভুক্তভোগী বাসের ড্রাইভার ও আমার পিছনে থাকা সহযোগী মোঃ সোহরাব হোসেন ও শাকিল উজ্জজামান এগিয়ে আসে। কিন্তু ঘটনাস্থল রামপুরা আবুল হোটেল সংলগ্ন টহলরত পুলিশ প্রাইভেটকারে থাকা ব্যক্তিবর্গের পরিচয় পেয়ে কোন রকম জিজ্ঞাসাবাদ ও গাড়ি জব্দ না করে তাদেরকে ছেড়ে দেয়।
উল্লেখ থাকে যে আমি নিয়মিত ঐ মোটরসাইকেল ব্যবহার করলেও উক্ত ঘটনা সংঘটনের সময় আমি ঐ মোটরসাইকেলে না থেকে পাশের অন্য একটি গাড়িতে ছিলাম।
দুষ্কৃতকারীরা গাড়িচাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে প্রতীয়মান হয়েছে।
এ বিষয়ে অদ্য ভোররাত আনুমানিক ৪ টায় হাতিরঝিল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
উল্লেখ্য গত ২২/১২/২০১৯ ইং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনে প্রকাশ্যে দিবালোকে গেট বন্ধ করে হত্যাচেষ্টার উদ্দেশ্য সশস্ত্র হামলাসহ বিভিন্ন সময়ে হামলা ও হত্যার হুমকি পেয়ে মামলাসহ, জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় গত ১৭/০৬/২০ ইং তারিখ সাধারণ ডায়েরিও করা হয়েছে।
মোঃ নুরুল হক (নুর)
সাবেক ভিপি ডাকসু ও যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
0 Comments