২০১৪ সাল পর্যন্ত হাতিয়াতে মোট সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল ১৫৪টি এবং কিল্লা ২৪ টি।
লেখক....Md Repaj Uddin
১. চরকিং ইউনিয়নে মোট কিল্লা রয়েছে ৩টি এবং সাইক্লোন শেল্টার রয়েছে ৩০টি। এই ৩০টি সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছে বিশ্ব ব্যাংকের অনুদানে ৩টি, সৌদি আরবের অনুদানে ৮টি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির অনুদানে ২টি, পিইডিপি-২ এর অনুদানে ১০টি, এলজিইডি এর অনুদানে ৩টি, CARTIAS এর অনুদানে ১টি, ZOA এর অনুদানে ২টি, কেয়ার বাংলাদেশের অনুদানে ১টি।
২. চরইশ্বর ইউনিয়নে মোট সাইক্লোন শেল্টার রয়েছে ১০টি এবং কিল্লা রয়েছে ১টি। এই ১০টি সাইক্লোন শেল্টার সৌদি আরবের অনুদানে ৫টি, পিইডিপি-২ এর অনুদানে ২টি এবং JRCS, কারিতাস ও প্রশিকার অনুদানে একটি করে সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছে।
৩. তমরুদ্দিন ইউনিয়নে মোট সাইক্লোন শেল্টার রয়েছে ১৪টি এবং কিল্লা রয়েছে ২টি।এই ১৪টি সাইক্লোন শেল্টার সৌদি আরবের অনুদানে ৫টি, পিইডিপি-২ এর অনুদানে ৫টি, জাইকা ও কারিতাস এর অনুদানে ২টি করে এবং কেয়ার বাংলাদেশ ও বেসিক নিডস এর অনুদানে একটি করে সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল।
৪. বুড়ির চর ইউনিয়নে মোট সাইক্লোন শেল্টার রয়েছে ২৩টি এবং কিল্লা রয়েছে ৬টি। এই ২৩টি সাইক্লোন শেল্টার সৌদি আরবের অনুদানে ৪টি, পিইডিপি-২ এর অনুদানে ৯টি, সিডিসি-এর অনুদানে ২টি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এলজিইডি, JRCS, কারিতাস, জাইকা, USAID, জার্মানী ও প্রশিকার অনুদানে একটি করে সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল।
৫. সোনাদিয়া ইউনিয়নে মোট সাইক্লোন শেল্টার রয়েছে ২৫টি এবং কিল্লা রয়েছে ৩টি।এই ২৫টি সাইক্লোন শেল্টার সৌদি আরবের অনুদানে ৫টি, পিইডিপি-২ এর অনুদানে ১২টি, JRCS এর অনুদানে ৩টি, কারিতাস ও জাইকার অর্থায়নে ২টি এবং প্রশিকার অনুদানে একটি সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল।
৬. জাহাজমারা ইউনিয়নে মোট সাইক্লোন শেল্টার ২৬টি এবং কিল্লা রয়েছে ৩টি।এই ২৬টি সাইক্লোন শেল্টার সৌদি আরবের অনুদানে ৩টি, পিইডিপি-২ এর অনুদানে ১২টি, সিডিসি-এর অনুদানে ৫টি, JRCS এর অনুদানে ২টি, এবং USAID, জার্মানী, Edu. Eng. ও হীড বাংলাদেশ এর অনুদানে একটি করে সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল।
৭. নিঝুমদ্বীপ ইউনিয়নে মোট সাইক্লোন শেল্টার রয়েছে ৯টি এবং কিল্লা রয়েছে ৫টি।এই ৯টি সাইক্লোন শেল্টার পিইডিপি-২ এর অনুদানে ১টি, সিডিসি-এর অনুদানে ৫টি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর অনুদানে ১টি এবং জাইকা ও প্রশিকার অনুদানে একটি করে সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল।
৮. পৌরসভায় মোট সাইক্লোন শেল্টার রয়েছে ১৭টি এবং কিল্লা রয়েছে ১টি।এই ১৭টি সাইক্লোন শেল্টার সৌদি আরবের অনুদানে ৭টি, পিইডিপি-২ এর অনুদানে ৬টি, কারিতাস এর অনুদানে ২টি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জাইকার অনুদানে একটি করে সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল।
কিল্লা স্হাপনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অনুদান দিয়েছেন ১২টির, সিডিএসসি-এর অনুদান ২টি, জাপান রেড ক্রিসেন্ট সোসাইটির অনুদান ৪টি, জাপান সরকারের অনুদান ৩টি এবং এলজিইডি, ওয়ার্ড ভিশন ও মো. কামাল উদ্দিনের অনুদানে ১টি করে কিল্লা নির্মিত হয়েছিল।
১৯৭০ সালের আগ পর্যন্ত মোট সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল প্রায় ১০টি এবং কিল্লা নির্মিত হয়েছিল ২টি, ১৯৮০-৮০ সাল পর্যন্ত মোট সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল প্রায় ১৫টি এবং কিল্লা নির্মিত হয়েছিল ৩টি, ১৯৮১-৯০ সাল পর্যন্ত মোট সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল প্রায় ২০টি এবং কিল্লা নির্মিত হয়েছিল ৫টি, ১৯৯১-২০০০ সাল পর্যন্ত মোট সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল প্রায় ৭০টি এবং কিল্লা নির্মিত হয়েছিল ৭টি, ২০০১-২০১০ সাল পর্যন্ত মোট সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল প্রায় ২০টি এবং কিল্লা নির্মিত হয়েছিল ১০টি এবং ২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত মোট সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছিল প্রায় ২০টি এবং কিল্লা নির্মিত হয়েছিল ২টি।
তথ্য সূত্রঃ Cyclon Shelter and Killas an assessment on Hatiya 2014 by DUS, BHN- Japan.
বিঃ দ্রঃ দ্বীপ উন্নয়ন সংস্থার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি চমকপ্রদ একটি ডকুমেন্টস প্রকাশিত করার জন্য। তবে দ্বীপ উন্নয়ন সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তা হল ২০১৪ সালের পর হাতিয়াতে নির্মিত কিল্লা ও সাইক্লোন শেল্টার তথ্য, ১৫৪ টি সাইক্লোন শেল্টার নাম, নির্মাণ ব্যয়, নির্মাণকাল, ডোনারের নাম আপনাদের নিকট আছে কী?যদি থাকে দয়া করে জানাবেন তাহলে ইউনিয়ন ভিত্তিক এসব সাইক্লোন শেল্টার এর নাম, নির্মাণকাল, ব্যয় ও ডোনারের নাম অনুসারে সাজানো যাবে।
0 Comments