আমাদের অনুমতি

এমআরএইচ টিভি হাতিয়া ডট কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিরোনাম বিজ্ঞাপন উইজেট

WELLCOME TO MRHTVHATIYA.BLOGSPOT.COM HATIYA NOAKHALI 💖🤼‍♂️💖💖🤼‍♂️

জন্মদিনে শুভাকাংখীদের ভালবাসায় সিক্ত ফৌজিয়া খিলজি সোহেলী


২৪ শে

ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহানগরীর নেত্রী ফৌজিয়া খিলজি সোহেলী উনপঞ্চাশ তম জন্মদিনকে ঘিরে তাকে শুভেচ্ছা জানান হাতিয়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।এছাড়া বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মী ,ভক্ত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল মধ্যরাত হতে শুভেচ্ছা জানাতে থাকেন। হাজারো শুভাকাঙ্ক্ষী ,কর্মী সমর্থকদের লেখায় ফৌজিয়া খিলজি সোহেলী’র ব্যাপক ইতিবাচক চিত্র প্রতিফলিত হয়ে উঠে। সমর্থকরা তাকে নিয়ে প্রত্যাশায় নিয়ে দ্বীপ উপজেলা হাতিয়ার কর্মকান্ড,স্বপ্ন ,ভবিষ্যত কর্মপরিকল্পনা সহ নানান ইতিবাচক দিক তুলে ধরেন তাকে নিয়ে।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আরিফ আহমেদ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে তার প্রতিক্রিয়ায় জানান -শুভ জন্মদিন আপা। শুভ হোক আগামীর পথচলা। আল্লাহপাকের নিকট আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজাম উদ্দিন বিপুল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে তার প্রতিক্রিয়ায় জানান কবিতা দিয়ে ,কবিতার কয়েকটি লাইন পাঠকের উদ্দেশ্য দেওয়া হলঃ-
জীবনে হোন অনেক বড়
পৃথিবীকে করে ঋণী,
গাইবে সবাই আপনার জয়গান
রাখিবে মনে চিরদিনি ।

বিশিষ্ট এই সমাজ সেবিকা ফৌজিয়া খিলজি সোহেলী প্রতিবেদককে জানান জন্মদিনে এত ভালোবাসা, এত শুভেচ্ছা পেয়ে আমি সত্যিই অভিভুত। আমার জন্মদিনে যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আন্তরিক শুভ কামনা সত্যিই আমাকে উদ্বেলিত করেছে। আমার উচিত ছিল প্রত্যেকের শুভেচ্ছার জবাব ব্যক্তিগতভাবে দেয়া কিন্তু যে পরিমান শুভেচ্ছা আপনারা আমাকে জানিয়েছেন তার আলাদা করে জবাব দেয়ার কাজটি আমার জন্য সত্যিই কঠিন হয়ে পড়েছে। আমাদের পরিবার অতীতেও দরিদ্র মানুষের পাশে ছিলো। ১৯৭৪ সালের দূর্ভিক্ষে আমার চাচা ৫ হাজার মণ ধান মানুষের মাঝে বিতরণ করেন। আমার জেঠা মরহুম নবীর উদ্দিন সাফদার একাধারে ৬ বার সুখচর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও আমার দাদা আলহাজ্ব আজহার উদ্দিন মিয়া হাতিয়ায় ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। ইনশা-আল্লাহ আগামীতেও আমি আমাদের পরিবারের ধারাবাহিক সেবামূলক কার্যক্রমে সবসময় সক্রিয় থাকবো। এবং আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যাবো।সকলের জন্য রইল শুভেচ্ছা অঢেল। সকলের জীবন আনন্দময় হোক, মহান মালিকের কাছে এই প্রার্থনা করছি।

Post a Comment

0 Comments